জীবনের নানা কথার নতূন 7 পাঠ : না সহজ ,না কঠিন !

নানা রকম ঘটনার ঘনঘটা, আমাদের জীবনের নানা কথা।

জীবনটা আপনার , তাই আপনার মত করে বাঁচুন । অন্যের কথা শুনে চলতে গিয়ে , জীবনটা খারাপ করবেন না । বহু মানুষ আমাদের জীবনে আসবে যাবে, তাদের আচার – ব্যবহার, চালচলন, জীবন – দর্শন সবই তাদের মত। তারা সেগুলোকেই সঠিক বলে জানে এবং সেগুলোই তারা আপনার উপরে প্রয়োগ করতে চাইবে । সময় ও সুযোগ বুঝে আপনাকে দিয়ে সেসব করিয়ে নেবার চেষ্টাও করবে । সেজন্য আপনার নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে বিচার বিশ্লেষণ করে, তবে সেগুলো গ্রহণ বা বর্জন করা উচিত। জীবন ও জীবনের নানা কথা সম্পর্কে আরো বিস্তারিত ও গভীরভাবে জানতে হলে এখানে ক্লিক করুন।

জীবনের নানা কথা
আমাদের জীবন : ঘটনার ঘনঘটা

ভাইরাস

মুখে একরকম আর পিছনে আরেক রকম । আমাদের চারপাশে এরকম মানুষের কিন্তু অভাব নেই। এই ধরনের মানুষ আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। এরা দেখতে মানুষের মতো হলেও এদের আচার-আচরণ কিন্তু মানুষের মত নয়। এই ধরনের মানুষকে যদি একবার চিনতে পারেন তবে, তাদের থেকে দূরে থাকুন ।এরা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর হয় ।

গিরগিটি

যারা , সময়ের সাথে সাথে বদলে যায় , তারা কখনোই কারো আপন হতে পারে না । আপনার ভালো সময়ে এই মানুষগুলো আপনার সঙ্গে থাকবে, আপনার কথা শুনবে, যেন তার আপনি ছাড়া আর কেউ নেই। কিন্তু কোন কারনে যদি আপনি আর্থিকভাবে পিছিয়ে পড়েন বা নানা রকম সমস্যাতে ফেঁসে যান , তখন কিন্তু তাদের আপনার ধারে কাছে দেখতে পাবেন না। সেই বদলে যাওয়া মানুষগুলোই আপনার দিকে আঙ্গুল তুলে বলবে ,বদলে গেছো তুমি ! আসলে, তারাই আর আগের মত নেই।

গিরগিটি
গিরগিটি রং বদলাবেই

চালাক চতুর

পৃথিবীর ধ্যান -ধারণা গতিপ্রকৃতি আজ অনেক বদলে গেছে । জীবনের নানা কথা ,নানা রকম ভাবে আমাদের জীবনের চারিপাশে ঘিরে আছে । এক প্রজাতির মানুষ আছে ,যারা সরল সোজা সাপটা ভালোমানুষকে বোকা মনে করে। কারণ এরা আরেকজনকে ঠকিয়ে নিজের পকেট ভর্তি করতে পারেনা বা নিজের স্বার্থসিদ্ধি করতে পারেনা। এরা সাধারণ জীবন যাপন করতেই ভালোবাসে, এদের মধ্যে লোক দেখানো ধরন বা বড় বড় কথা বলার প্রবণতা দেখা যায় না। এরা নিজের অবস্থাতেই খুশি থাকবার চেষ্টা করে।

আর একদল মানুষ আছে ,যারা মুখে বড় বড় কথা বলে, লোক দেখানো জীবন যাপন করে । এরা নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না বরং নিঃসংকচে নানা রকম খারাপ কাজ কাজ ক্রমাগত করে চলে। প্রায় তথাকথিত চালাক চতুর ও বুদ্ধিমান। আপনি কোন দলে থাকবেন সেটা আপনার বিবেচনার বিষয়। জীবনে কিভাবে সফলতা পাবেন সেটা জানার জন্য এখানে ক্লিক করে বিষয়টি পড়ে দেখতে পারেন।

প্রার্থনা

মানুষের জীবনে সমস্যা আসবে ই । সমস্যা মানুষকে একেবারে শেষ করে দিতে চাইবে, কখনো কখনো এমন হবে যে ,তখন কারো সাথে কথা বলা অনেক দূরের কথা ,তখন একেবারে মরে যেতে ইচ্ছা করে । এরকম হলে , একবার ঈশ্বরের কাছে প্রার্থনা করুন । তিনি-ই পথ বাতলে দেবেন ।

কাউকে ভালোবাসা কোন বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হল কারো ভালোবাসা পাওয়া । আপনার যেটা আছে আপনি সেটা কাউকে দিতেই পারেন, তার মানে এই নয়, তার যেটা আছে সেও খুব সহজে সেটা আপনাকে দিয়ে দেবে। বরং বেশিরভাগ ক্ষেত্রেই বিষয়টা ঠিক উল্টো।

প্রার্থনা
একবার ঈশ্বরের কাছে প্রার্থনা করুন । তিনি-ই পথ বাতলে দেবেন ।

সম্পর্ক

জীবনের নানা কথা আছে, যেটা সব সময় সবার সাথে বলা যায় না ।যদি মন খারাপ থাকে ? একা একা কান্না করুন । ঘর বন্ধ করে কান্না করুন । কিন্তু ,কখনোই কোন মানুষের সামনে কান্না করবেন না। কারণ মানুষ তো আপনার চোখের জল মোছাবেই না, উল্টে সুযোগ পেলেই খোঁচা দেবে। চোখের জল মোছানোর মত মানুষ ,বড় একটা মেলে না বা পাওয়া যায় না বললেই চলে । আপনি যদি পান, সেটা আপনার সৌভাগ্য ।তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন ।

যন্ত্রণা

যাদের মন সবথেকে বেশি সুন্দর হয় ! জীবনে তাদের সব থেকে বেশি পরীক্ষা দিতে হয়। জীবনে প্রতি পদে পদে রং-বে-রঙের নানা মানুষ আমাদের জীবনে এসে ,আমাদের জীবনটা একেবারে ওলট-পালট করে দিয়ে যায়। কারণ তাদেরকে আমরা অনেক সময় চোখ বুজে বিশ্বাস করে ফেলি এবং সব কিছু উজার করে দিই। জীবনের নানা কথা, দুঃখ-কষ্ট ,যন্ত্রণার কথা আবেগের বসে বলে ফেলি , পরবর্তীতে তারাই সেগুলি নিয়ে মজা করে। সুযোগ পেলে ক্ষতি করতেও ছাড়ে না।

খেয়াল করে দেখবেন, যে মানুষটা আপনাকে বলতো , তুমি ছাড়া আমার কেউ নেই বা আমার সমস্ত কিছু শুধু তোমার জন্য । আজ সেই মানুষটারই আপনার দিকে ফিরে তাকানোর ফুরসৎ-ই মেলে না ।বাহানা দেয়, আমার এখন অন্য কাজ আছে ।

বিশ্বাস

অতএব , বিচলিত হবেন না। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করুন। গাছ লাগান, ভালো বই পড়ুন, ভালো মানুষজনের সঙ্গে মেলামেশা করুন । সবশেষে বলি ঈশ্বরের বিশ্বাসটা হয় রাখুন।

Leave a Comment