নেতা । Noxious Danger Guy। নেতাগিরি । 2024-এ ও চলছে চলবে । যুগ যুগ জিও।

নেতা হবার এমন মারামারি , ফাটাফাটি প্রচেষ্টা বোধ হয় বাপের জন্মে কেউ কখনো দেখে নি । এখন যেমনটা হচ্ছে আর কি !! এখন আপনি যখন যেদিকে তাকাবেন , দেখবেন চারিদিকে নেতার ভিড় বা স্বঘোষিত হবু নেতাদের আস্ফালন । আর ওই নেতা ও হবু নেতাদের মাঝে ,সাধারণ মানুষ মুরগি ছাড়া আর কিছুই নয় । কারণ ওই নেতারা মানুষকে একেবারে লেজে গোবরে অবস্থা করে ছাড়ছে। এই ধরনের আরও লেখা পড়ার জন্য এখানে ক্লিক করুন।

নেতা হবার এমন প্রতিযোগিতার কারণ কি ?

নেতা । নেতাগিরি । রাজনৈতিক নেতা ।
যেভাবেই হোক ভোটে আমাকে জিততেই হবে। প্রভু ,পথ বলে দিন

কেনই বা একদল মানুষ এমন পড়িমরি করে নেতা সাজতে চলল ?

আসলে সবই হলো ওই অগাধ ঐশ্বর্যের লোভ ,

অপার ক্ষমতার লোভ ,

মানুষকে পায়ের নিচে রাখার লোভ,

উন্নতির চরম শিখরে পৌঁছানোর লোভ !!!

আর এসব পেতে গিয়ে যত বিপজ্জনক ষড়যন্ত্রের সূচনা ! যত বিপত্তি

আগে কেমন হতো

একটা সময় ছিল ,যখন সাধারন মানুষ এলাকার একজন সৎ বিশিষ্ট মানুষকে গ্রামের মোড়ল বা প্রতিনিধি হবার জন্য উক্ত ব্যক্তির হাতে-পায়ে ধরত । আর ওই ব্যক্তি ওই উপরোধ থেকে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করত । কারণ , তিনি জানতেন একবারে নেতা হলে তার সর্বনাশ অবসম্ভাবী । এতে তার নিজের কাজকর্ম সব লাঠে উঠবে । জনসেবা করতে গিয়ে নিঃসম্বল হয়ে পথে বসতে বেশি সময় লাগবে না ।নিজের সহায় সম্বল গরীব দুঃখীদের বিলিয়ে দিয়ে , নিঃস্ব হয়েছেন — এমন উদাহরণ সেই সময় চারিদিকে একটু চোখ ভোলালেই পাওয়া যেত ।

তবে ,সেই সময় যে অসৎ মানুষ ছিল না ,এমনটা কিন্তু নয় । সৎ মানুষের পাশাপাশি অসৎ মানুষ চিরদিনই আছে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ।

নেতা । নেতাগিরি । রাজনৈতিক নেতা ।
নেতা । নেতাগিরি । রাজনৈতিক নেতা

আগে সংখ্যাটা ছিল হাতে গোনা । নিজে নিঃস্ব হওয়ার ভয়ে, নেতা হওয়ার লাইনে ভিড়টা ছিল তুলনামূলকভাবে অনেক কম । কিছু নমস্য মানুষ ছিলেন , যারা জেনে বুঝেই জনসেবার কাজে আত্মনিয়োগ করতে করতেন ।তাঁরা অনেকেই নিজের সংসার ও সন্তান পালনে অসমর্থ হবেন জেনে বিয়ে পর্যন্ত করতেন না । আরাম দূরের কথা , যতদিন বাঁচতেন অক্লান্ত পরিশ্রম করে , কঠোর ও অনারম্বর জীবন যাপন করতেন । তাদের কঠিন অপরিচ্ছন্ন পায়ের ধুলো নিয়ে ধন্য হতো সাধারন মানুষ । তারা কখনোই সাধারণ মানুষের মধ্যে ভয় দেখিয়ে নিজেদের সম্মান এবং সমীহ আদায় করার চেষ্টা করতেন না । সম্মানটা তারা অটোমেটিক পেতেন।

নেতা হওয়া সহজ নয়

এখনই বা কেমন

আর এখন , চারিদিকে নেতা হবার জন্য মস্তানি ,বোমা বাজি, খুনোখুনি ।

দেশ সেবা ,

জনসেবা ,

মানব সেবার জন্য — দলবদল রং বদলের খেলা ।

অনেকেই নেতাদের ভুল করে একটা প্রশ্ন করে বসেন ? আচ্ছা আপনারা এত দল পাল্টাচ্ছেন কেন ?

নেতাদের উত্তর তৈরি, এই দলে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না সেই জন্য অন্য দলে যেতে হল ।

সাধারণ মানুষ কি করবে

অনেক সাধারণ মানুষই ঠিকঠাক বুঝে উঠতে পারেন না , এই জনদরদি মানুষগুলো মানুষের সেবা করতে করতে, কিভাবে যেন তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় । কালো টাকায় ব্যাংক ব্যালেন্স সামলানোই দায় হয়ে ওঠে । দুনম্বরী ব্যবসা , দু’নম্বরী তোলা আদায় , সোনাদানা ,বাড়ি -গাড়ি, ছেলে- মেয়ে ,আত্মীয়-স্বজন ,চাকর-বাকর দের চাকরি । আজব এক ধরনের প্রাপ্তিতে নেতাদের গোলা যেন ভরে ওঠে।

মানুষ এদের হাড়ে হাড়ে চিনলেও ,সাহস করে কিছু বলে উঠতে পারে না ।ক্ষমতা ,প্রতিপত্তি ও সর্বোপরি গুণ্ডাগিরির কাছে হার মানতে বাধ্য হয় নিরীহ জনগণ । সাধারণ জনগণের চোখের সামনেই সবকিছু ঘটে, জনগণ কাচুমাচু হয়ে সেই সমস্ত দাপট , ক্ষমতার অহংকার , দম্ভ কে মাথা নিচু করে সহ্য করে নেয়। জবাব দেবার ভাষা জানা থাকলেও সব সময় জবাবটা দেওয়া যায় না। যত কষ্টই হোক বেঁচে থাকার তো একটা লোভ কাজ করেই।

ভোটের আগে গোবেচারা । ভোট ফুরালে পাজির পা-ঝাড়া ! !

ভোট আসলে যদিও এই ওরা করজোড়ে গোবেচারার মতো মুখে দুয়ারে দুয়ারে ঘোরে বটে ,এতে জনগণ ও নেতা উভয়ই জানে ,এটা লোক দেখানো নাটক মাত্র । আসল ভোট তো আর জনগণ দেবে না, ভোট দেবে ওদের পোষা ঠ্যাঙারে বাহিনী, যাদের সামনে সরকারি বাহিনী ঠুটো জগন্নাথ । আর ভোটে জেতার পর জয়ের আবিরে রঙিন হয়ে ওঠে ধর্ষিত রাজপথ । আর বাধ্যতামূলক যোগদান করে , কিংবা এক প্যাকেট বিরিয়ানির লোভে , নিজের বিবেককে বন্ধক দিয়ে মেতে ওঠে বিজয় উল্লাসে । এটাও ভয়ংকর নেতাদের হাত থেকে বাঁচার একটা অছিলা মাত্র । না হলে প্রাণ নিয়ে বাঁচাতো সম্ভব নয় ! নেতাদের থেকে নিরাপদ থাকতে কত কি যে করতে হয়, সাধারণ গো বেচারা মানুষগুলোকে ।

আমাদের নেতা : দিনে সাপ , রাতে লতা
আমাদের নেতা : দিনে সাপ , রাতে লতা

এত কিছুর পরেও কিন্তু শেষ রক্ষা হয় না । একদিন পরাজয় ঘটে ক্ষমতার শীর্ষে থাকা রাজনৈতিক দলের । পরাজয় হয় অহংকারের । বিনাশ হয় ঠেঙারে বাহিনীর। পদচ্যুত হয় বহু নেতা নেত্রী । মানুষ খানিকটা স্বস্তির শ্বাস ফেলে মনে মনে ভাবে, বাঁচা গেল এবার !!

আবার দল বদল

কিন্তু ,আবার অঘটন ঘটে ,যে দল হেরে গেল ,পদ বা ক্ষমতা হারালো যেসব নেতা ,তারাই আবার দল বদল করে ,সুরসুর করে একদিন মহাসমারোহে কোন এক বিশাল মঞ্চে, নতুন দলের পতাকা নিয়ে আবারো ঢুকে পড়ে একে একে । পুরনো ক্ষমতাচ্যুত মানুষ গুলো আবার নতুন করে ভিড় জমাতে শুরু করে ,নতুন ক্ষমতা পাওয়ার দলে । আর আশ্চর্যের বিষয় ,নতুন দল ও নির্দ্বিধায় তাদেরকে গ্রহণ করেও নেয় । পরোয়া করে না সাধারণ মানুষের দেওয়া জবাবকে ।

মুক্তি কি আদৌ মিলবে

এ ভাবনার শেষ কোথায়

বেচারা জনগণ আবারো তাদের কাছে পৃষ্ট হওয়ার আশায় দিন গুনতে থাকে ।

হয়তো মনে মনে আবারো পাল্টে দেবার প্রতিজ্ঞা গ্রহন করে ।

বেচারা জনগণ আবারো ভাবতে থাকে , কি ভাবতে জানে কে জানে !!!

এ ভাবনার বোধহয় শেষ কোনদিনই হবে না এভাবেই চলতে থাকবে দিনের পর দিন।

Leave a Comment