অভিমন্যু
আলোকের ঝর্ণাধারা নিস্তব্ধ এখন
বোবা কান্না আষ্টে পৃষ্ঠে যখন তখন
সপাটে রক্ত শোষণ করে ।
ভালোবেসে রক্ত জমাট , জমজমাট
নিষিদ্ধ সন্তান খড়্গ তোলে ,
আমি নির্বিষ নির্বীজ অভিমন্যু
একটা রাত থেকে ক্রমাগত অনন্তকাল
চলে বিষক্রিয়া অনন্ত নাগ উন্মাদ
পালাবার রাস্তা হীন পাগলা গারদ ।
ভালোবাসা ব্যবসা হিসাব-নিকাশ ,
নির্মম হতে হতে অর্থ পিচাশ , তবুও—–
তবুও অভিমন্যু গান্ডিব হাতে
হেরে যায় চক্রব্যূহে অনন্তকাল।।এইরকম লেখা আরো পাবার জন্য এখানে ক্লিক করুন এবং পড়তে থাকুন