মানুষ

মানুষ সম্পর্কে : মানুষের প্রশ্ন

মানুষ মানুষের জন্য
মানুষ মানুষের জন্য
            ■আমার মেয়ে শ্রীতমা, তখন বয়স সাত কি আট বছর ।প্রথম শ্রেণীতে পড়ে।   পরীক্ষাতে একটা প্রশ্ন এসেছিল,                                                           "--------মাঠে চাষ করে।"                                        শ্রীতমা উত্তরে লিখেছিলো  

             মানুষ মাঠে চাষ করে ।

সোজা সরল মন,সোজা সরল উত্তর ।ওর দৃষ্টি তে,যারা মাঠে কাজকর্ম করে অর্থাৎ চাষ আবাদ করে তাঁরা প্রথমে তো মানুষ ।তারপর আমাদের দেওয়া অবজ্ঞা,অশ্রদ্ধা মেশানো নাম “চাষা”,কারণ আমরা যারা নিজেদের শিক্ষিত বা সংস্কৃতিবান বলে মনে করি–তারা নিজেদের ছাড়া অন্যদের “মানুষ “ভাবতে কুন্ঠা বোধ করি ।কেবল নিজেরাই মানুষ আর অন্যেরা চাষা,রেক্সাওয়ালা,ড্রাইভার, সব্জিওয়ালা, ফেরিওয়ালা ইত্যাদি ইত্যাদি ।

            শ্রীতমা পরীক্ষার ওই প্রশ্নের উত্তরে অবশ্য কোনো নম্বর পাইনি, উত্তরটি কাটা হয়েছে ।কারণ ও এখনো আমাদের মতো অবজ্ঞা ভরা সুরে কথা বলতে শেখেনি ।ও চাষিকেও মানুষই ভেবেছে।

এই ধরনের লেখা আরো পাবার জন্য এখানে ক্লিক করতে পারেন ।

2 thoughts on “মানুষ”

Leave a Comment