বর্তমানে Online Business বা Digital Business বিশেষ গুরুত্বপূর্ন ও আদর্শ হয়ে উঠছে। কারণ, মানুষ তাদের কেনাকাটা করার জন্য অনলাইন প্ল্যাটফর্মকে বেশী গুরুত্ব দিচ্ছেন।
সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের প্রভাবে কি হয়েছিল , তা আমরা সকলেই জানি ! সমস্ত রকমের ব্যবসা মুখ থুবড়ে পড়েছিল।কেবলমাত্র Online business বৃদ্ধি পেয়েছিল 1 গুণ বা 2গুন নয় কোথাও কোথাও শত গুণ বা তার থেকেও বেশি।কোন ভাইরাস Online Businessকে মারতে পারবে না বা দমাতে পারবে না ।
এমনকি মহামারীর বিধিনিষেধ শিথিল হওয়ার পরেও, বিশেষজ্ঞরা বলছেন, যে অনেক মানুষ এখনও Offline-এ কেনা-কাটা করার বদলে Online-এ কেনা-কাটা করার সুবিধাটিকে বিশেষ প্রাধান্য দিচ্ছেন । এবং এতেই তারা নিজেদেরকে safe ও সুবিধাজনক মনে করছেন।তাঁদের মতে এতে তাঁদের সময় ও শ্রম দুটোই বাঁচে।
আজকাল অনেকেই Digital Business করছে ইন্টারনেটের মাধ্যমে।এবং এই ব্যবসা ভীষন জনপ্রিয় হয়ে উঠছে। মানুষ দ্রুত প্রতিষ্ঠা পাচ্ছে জীবনে। অনেক অনেক অর্থ উপার্জন করছেন এই Business থেকে।
সুতরাং, আপনি যদি নতুনভাবে কোনো Business করার কথা চিন্তা করছেন,তাহলে Online Business-ই হতে পারে আপনার সাফল্যের সোনার হরিণ।
কেন আমরা Digital business করবো ?তার অনেক কারন আছে।সেজন্য Online Business করার সিদ্ধান্ত যদি আপনি গ্রহন করেন সেটা হবে একটা দূরদর্শী চিন্তাভাবনা।
Online Business বা Digital Business -এর সুবিধা:
একটি Online Platform আপনাকে একটি বৃহত্তর মানুষের কাছে পৌঁছাতে, বিশ্বব্যাপী গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে ।এবং Traditional Business পদ্ধতিগুলিতে প্রচুর অর্থ invest-এর Tension থেকে মুক্তি দিয়ে,অর্থ সাশ্রয় করতে সহায়তা করে।
Internet এবং Online Business, উদ্যোক্তা এবং ছোট ব্যবসায়ীদের জন্য অনেক গুলি Income-এর পথ খুলে দিয়েছে।
Online Business-এর time-tested মডেল – Business man থেকে Customer (B-C), Business man থেকে Business man (B-B), কনজিউমার টু বিজনেস (C-B), বা কনজিউমার টু কনজিউমার (C-C) –বিশ্বব্যাপী বিভিন্ন বাজার ও সম্ভাব্য গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করে, আগের চেয়ে আরও profitable ও গ্রহনযোগ্য করে তুলেছে।
আর এই Business-এর সব থেকে ভালো এবং Attractive দিক হলো, এই Business শুরু করার জন্য একটি বিশাল Investment বা মূলধনের প্রয়োজন হয় না!
Traditional business system-এর Competition, জাকিয়ে বসা একদল স্বনামধন্য Business man ও তাঁদের Brand কে পিছনে ফেলে,নতূন কোনো Businessকে Established করা ছিল প্রায় অসম্ভব। Online Business সেই মিথ কে ভেঙে চুরমার করে বিশ্বব্যাপী একটা নতূন সম্ভাবনা তৈরি করে দিয়েছে।
সুতরাং আসুন, আমরাও ঝামেলা ছাড়াই একটি Online Business শুরু করি
খরচ ছাড়াই ,অগণিত মানুষের কাছে পৌঁছে যাবার সুযোগ /Huge Audience:
আমরা যদি News Paper-এ আমাদের Product বা Service-এর বিজ্ঞাপন দিই, তাহলে হয়তো কিছু মানুষের কাছে পৌঁছানো যাবে, কিন্তু Face book ,Website কিম্বা Youtube-এর মাধ্যমে অতি সহজেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাওয়া সম্ভব ,কোন টাকা-পয়সা খরচ করা ছাড়াই
Low-Investment for OnlineBusiness/Digital Business / স্বল্প বিনেয়োগ:
Low Risk(risk-free)for Online Business.
এই Business-এর প্রারম্ভিক খরচ (Starting Price) রয়েছে তুলনামূলকভাবে কম।প্রায় নেই বললেই চলে,তবে Businessটা শেখার জন্য কিছুটা খরচ করতেই হবে।এবং শেখার প্র্রবল মানসিকতা থাকতে হবে।মনে রাখতে হবে এটা একটি Business ,কোনো magic নয়। সেজন্য income-এর জন্য কিছুটা ধৈয্য রাখতে হবে ।
এছাড়াও, Online Business যেহেতু বাড়ি থেকে আমরা করতে পারি,সেজন্য আমাদের Overhead cost এবং Operating বা maintenance cost ও কম রাখা সম্ভব।সেজন্য খুব সহজে একটি Online business বা Digital business শুরু করা যায়।
Online Business-এর জন্য ঘর বা অফিস ভাড়া নেবার প্রয়োজন নেই,সেজন্য খরচও নেই। ( No office /Store/Inventory Required)
আমাদের Online Business করার জন্য কোনও জায়গা ভাড়া নেওয়ার দরকার নেই, সেজন্য আমাদের কোনও ভাড়ার টাকাও গুনতে হবে না।
আর নিজের যদি একটা Smart Phone, Computer, Printer, Scaner থাকে, তাহলে তো সোনাই-সোহাগা !তবে বাড়িতে যদি এগুলি রাখার জায়গা না থাকে ,তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহনের জন্য অবশ্যই কিছু খরচ হবে।
বিদ্যুৎ বিল সাশ্রয় (Minimum Electricity Bill)
যেহেতু ,আমাদের কোনো অফিস বা দোকান ঘর নেই সেহেতু আমাদের বিদ্যুতের খরচ Commercial-এর বদলে Domestic দিলেই কাজ চলে যায় ।বিদ্যুতের খরচ ও minimum হয় । অফিস পরিচালনা করার জন্যও কোন অতিরিক্ত সরঞ্জাম এবং যন্ত্রপাতির প্রয়োজন হয় না।
বিদ্যুৎ বিল সাশ্রয় করার জন্য নিম্নলিখিত বিষয়গুলির দিকে যত্নবান হতে হবে।
Ø শক্তি-সাশ্রয়ী ডিভাইস এবং সরঞ্জাম ব্যবহার করতে হবে।
Ø ব্যবহার না হলে সমস্ত ইলেকট্রিক connection বন্ধ রাখতে হবে।
Ø ইলেকট্রিকের পাশাপাশি, solor System ব্যবহার করলেও খরচ অনেকটাই কমবে।
কর্মী প্রয়োজন নেই।একাই একশো !!(No Staff Required)
Online Business-এর দুর্দান্ত সুবিধাগুলির মধ্যে একটি হ’ল আমাদেরকে কোনও Office/Store পরিচালনা করার জন্য কর্মী (Staff) নিয়োগ করতে হয় না।
প্রকৃতপক্ষে, সহজ এবং কার্যকর Automation systemগুলি ব্যবহার করে আমরা নিজেই আমাদের ব্যবসা Successfully শুরু করতে পারি এবং Run করাতে পারি ।Business একটু বড় হলে বা Income শুরু হলে,অবশ্যই Office এবং Staff রাখা যেতেই পারে।
Best Product/Branded Product/ দাম কম (Low Price Product)
Online কেনাকাটার সবচেয়ে সেরা বা আকর্ষনীয় জিনিসগুলির মধ্যে একটি হ’ল দামগুলি সাধারণতঃ বাজারের স্টোরগুলির চেয়ে কম হয়। আর কম দামে Best Brand ও Best Quality-র product কে না ভালোবাসে ?
Online Business বা Ecommerce Siteগুলির maintenance cost (Operating cost), Overhead cost, , Offline স্টোরগুলির তুলনায় অনেক কম।Extra কোনও ভাড়া (Rent) বা সম্পত্তি কর (Property tax) সেভাবে কোনো Online Company গুলিকে দিতে হয় না। অনেক কর্মচারী নিয়োগের প্রয়োজন হয় না।ফলে এই সমস্ত ক্ষেত্রের বেঁচে যাওয়া অর্থের অনেকটাই পেয়ে থাকেন Customer ।এতে দুপক্ষই লাভবান হন।
উপরন্তু, Online Business companyগুলি তাদের খুচরা বিক্রয় আরো বাড়াবার জন্য বিভিন্ন সময় নানারকম discount ও Gift offer করে থাকে ,বা করতে পারে, কারণ Offline স্টোরগুলির মতো এদের সীমাবদ্ধতা নেই। উদাহরণস্বরূপ, একটি অনলাইন স্টোর সহজেই নির্দিষ্ট আইটেমগুলিতে বিনামূল্যে শিপিং অফার করতে পারে বা কুপন কোড এবং e-voucher দিতে পারে।এছাড়া Refund ও Exchange-এর সুবিধা গুলিও Online marketing-এ একজন Customer খুব ভালোভাবেই পেয়ে থাকেন।এই Service গুলি Offline স্টোরগুলিতে পাওয়া খুবই দুষ্কর।
Online Business ,Global / Worldwide (সারা বিশ্ব)
Online Business-এর সেরা সুবিধাগুলির মধ্যে একটি হ’ল, খুব সহজেই বিশ্বব্যাপী শ্রোতাদের কাছে পৌঁছানো যায় । সেজন্য এই Business আন্তর্জাতিক বা international. আমাদের বিজনেস সংক্রান্ত আর্টিকেল বা ভিডিও আপলোড করে দিলে এক নিমেষে পৌঁছে যাচ্ছে পৃথিবীর নানা প্রান্তে।আমরা যদি website বা ভিডিওর মাধ্যমে কোন কিছু বিক্রি করতে চাই তা নিমেষে বিশ্বের দরবারে পৌঁছে যাবে।
সারা বিশ্বের গ্রাহকদের কাছে আমাদের পণ্য বা পরিষেবাগুলি বিক্রি করার জন্য আমাদের কোনও শারীরিক অবস্থানের প্রয়োজন হয় না। আমরা আমাদের কম্পিউটার বা মোবাইল ফোন থেকে Internet-এর মাধ্যমে কাজটি সহজেই করতে পারি।
এ বিষয়ে আমরা আমাদের Online Businessকে আরো develop করার জন্য Website ,Social media( Facebook, Instagram, Linkedin, twiter, Youtube, Whats app,Telegram)র সাহায্য নিতে পারি।এতে খুব সহজে আমাদের পণ্য বা পরিষেবা বাজারজাত করতে এবং ভৌগোলিক সীমাবদ্ধতা অতিক্রম করে বিশ্বব্যাপী পৌছে দেওয়া সম্ভব অর্থাৎ Online Platform আমাদের পণ্য বা পরিষেবাকে Globali Promote কোরে আমাদের Businessকে Develop করতে সাহায্য করছে।ফলে ঘরে বসে আমাদের Business ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে।
Online Business Location Free(যে কোন জায়গায় Businessটি পরিচালনা করা যায়।)
Online Business যেখান থেকে খুশি করা যায় ।গ্রাম- গঞ্জ ,শহর, মহল্লা,নদী, পাহাড়- সব জায়গা থেকে অনলাইন বিজনেস করা সম্ভব।
আমরা বিশ্বের যে কোনও জায়গা থেকে আমাদের Online Business বা digital Businessটি চালাতে পারি। আমাদের যা দরকার তা হ’ল একটা computer/laptop বা smart phone এবং একটি internet Connection.
আমাদের যেখানে খুশী সেখান থেকে কাজ করার স্বাধীনতা আছে । ভাবুন একবার ,কল্পনা করুন! আমি চাইলে আমার Online Businessটি বা Online storeটি আমাদের সাথে ছুটি বা ব্যবসায়িক ভ্রমণে নিয়ে যেতে পারি। আমরা বিদেশে ভ্রমণ করছি বা ৭দিনের Tourএ যাচ্ছি,সেখান থেকেও আমরা আমাদের অনলাইন স্টোর পরিচালনা করতে পারি।
শেষ পর্যন্ত পড়ুন।এখানে আমরা Share করবো, কেন আমাদের Online Business করা উচিত !! Online Business –এর Future কি ?? কিভাবে ঘরে বসে Online Business/Digital Business Develop করা যায়?? যাতে খুব সহজে Online Business-এর Internal ও External বিষয়গুলি জলের মতো পরিষ্কার হয়ে যায় ।এবং Online Business সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান সূত্র দেওয়া সম্ভব হয়। |
সময়ের স্বাধীনতা / Freedom Of Time
Independent(স্বাধীন)
একটি Business করার যতগুলি positive side আছে ,সেই দুর্দান্ত জিনিসগুলির মধ্যে একটি হ’ল Time বা সময় ।আমরা আমাদের ইচ্ছানুযায়ী বা আমার সময় অনুযায়ী যে কোনও সময় businessটিতে স্বাধীন ভাবে কাজ করতে পারি।সময়ের কোনো বাধ্যবাধকতা নেই
যখন সময় হবে আমি কাজ করবো। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়, সারাদিন সময় থাকেনা ,কোন অসুবিধা নেই। রাতেও অনলাইন বিজনেস এ সময় দেওয়া যায়,এটা কিন্তু কোন Offline Business-এ সম্ভব নয়।
আমরা খুব সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করতে পারি, বা গভীর রাতে কাজ করতে পারি। 10টা-5টা কাজের মতো,এখানে আমাদের কোনো Boss নেই,যে আমাদের মাথার উপর বসে সবসময় Order করবে। আমাদের কাজ কখন করতে হবে তা কেউ নির্দেশ করবে।আমাদের কাজের সময় আমি নিজে ঠিক করবো ।কখন আমি বিশ্রাম নেব,সেটা ঠিক করবো আমি নিজে। অর্থাৎ আমার Boss আমি নিজে এবং আমার সময়ের মালিক আমি।
এই Business-এ কারোর উপরে নির্ভর করতে হবে না।Online business অটোমেশনে ফেলে দিলে অটোমেটিক চলবে বা নিজের গতিতে চলবে। কেউ এলো ,কেউ এলো না, কোথাও ধর্মঘট হলো, কোথাও ট্রেন বাস চলছে না, এইরকম কোন সমস্যা Online Business-এ একেবারেই হবে না।
একটি বিষয় মাথায় রাখা খুবই জরুরী,খুবই গুরুত্বপূর্ন
যেহেতু আমার নিজের business, সেজন্য স্বাধীনতার সাথে সাথে দায়িত্বও নিজেকে সঠিক ভাবে পালন করতে হবে । আমরা যখন যে রকম চাই ,তখন সেরকম করতে পারি ,আমরা যা চাই তা করার স্বাধীনতা আমাদের আছে, তবে আমাদের মনে রাখতে হবে,ব্যবসাটি আমাদের নিজের,সেজন্য খামখেয়ালিপনা করলে চলবে না।Serious হতে হবে।10টা-05টার চাইতে আরো বেশি পরিশ্রম করতে হবে।এবং আরো বেশি কাজ করতে হবে।ভালোববেসে।
Online Business/Digital business …৭দিন ,২৪ঘন্টা,৩৬৫দিন খোলা ( 24x7x365 Open)
এই Online Business এমনই একটা মজার Business যে,যখন আমরা ঘুমিয়ে থাকি,তখনও Online business চলতে থাকে দেশের বা পৃথিবীর কোথাও না কোথাও!আমরা যখন ঘুমোচ্ছি তখনও আমাদের ব্যবসা সম্পর্কে কেউ না কেউ জানছে ।কারণ আমাদের You tube ,Website অনলাইনে আছে। মানুষ দেখছে, জানছে অ্যাকশন নিচ্ছে। আমাদের Income হচ্ছে।
একটি Offline Business-এর মতো আমাদের অনলাইন দোকান বন্ধ করতে হবে না!
Online Business 24 ঘন্টা খোলা । আমরা দিনে 24 ঘন্টা, বছরে 365 দিন আমাদের Online business চালাতে পারবো। অবশ্যই, আমরা আমাদের গ্রাহকের সমস্ত প্রশ্নের উত্তর দিতে বা সমস্ত সহায়তা প্রদানের জন্য 24x7x365 উপলব্ধ হতে পারবো না। কিন্তু গ্রাহকের maximum Problems Solve করা সম্ভবপর।
সেজন্য,বেসিক গ্রাহক পরিষেবা অনুসন্ধানগুলি পরিচালনা করতে একটি স্বয়ংক্রিয় চ্যাটবট ব্যবহার করতে হবে।
আমাদের Website-এ একটি Frequently Asked Questions(FAQ)Page Set-up করতে হবে।
সব সময়ের জন্য একটি Auto email System Set-up করতে হবে। যাতে আমাদের গ্রাহক তাদের নানারকম সমস্যার কথা ,যে কোনো সময় আমাদেরকে জানাতে পারে।
Online business সহজে পরিবর্তন সম্ভব (Changes in Business)
এরকম হতে পারে আমরা কোনো Offline Business শুরু করলাম কিন্তু কিছুদিন পর আর ভাল লাগলো না,দেখা গেল লাভ হচ্ছে না সেরকম কিন্তু চাইলেও সে ব্যবসা চট্ করে বন্ধ করা সম্ভব নয় বা পাল্টে ফেলতে পারিনা, যখন আমরা অফলাইন বিজনেস বা প্রথাগত ব্যবসা করি। এর মূল কারণ ততদিনে ওই ব্যবসাতে আমাদের অনেক টাকা লগ্নি হয়ে যায়। এই সমস্যা কিন্তু অনলাইন বিজনেসে নেই।।যখন খুশি ব্যবসা পরিবর্তন করা যায়।
Online business Easily Scalable/ অনলাইন ব্যবসা সহজেই স্কেলেবল
Online Business, Offline Business-এর চেয়ে অনেক বেশি Scalable আরও Axisable.
আমাদের অনলাইন শপে একটি পণ্য বা পরিষেবা খুব সহজে যুক্ত করা যায়। আমরা খুব সহজে একটি list তৈরি , Money Transfer এবং Shipping System গুলি সেট আপ করতে পারি এবং আমাদের প্রতিদিনের ক্রিয়াকলাপগুলিতে Automation System ও Add করতে পারি। আমাদের Business বড় হওয়ার সাথে সাথে, আমরা নানারকম Plugin এবং Extension-এর মাধ্যমে Businessকে আরও systematic ও superfast করতে পারি।
Modern Technology ই-কমার্স সহ, Online Business Ownerদের জন্য একটি সমমানের Business Field প্রস্তুত রাখে ।এখানে আমাদের Famili background বা আমাদের Family ব্যবসায়ের কোন পর্যায়ে আছেন তা কোন matter করে না। আমরা আমাদের Online Businessটি যেভাবে প্রয়োজন সেভাবে Development এবং Scalable করতে পারি!
Track and Measure Results of Marketing Efforts / বিপণন প্রচেষ্টার ফলাফল ট্র্যাক এবং পরিমাপ
Online Business বা internet Selling-এর মূল সুবিধাগুলির মধ্যে একটি হ’ল আমাদের Business Result ও Marketing Efforts আমরা Tracking ও Measure করতে পারি।
Offline Business-এ Business man-এর Efforts calculation করা যথেষ্ট কঠিন।কিন্তু Google Analytics এর মতো Online Tools আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে যে আমাদের Activitiesগুলো কতটা ভালভাবে কাজ করছে।
এই Informationগুলি আমাদের Business-এর Maximum out- put পেতে বিশেষ ভাবে সাহায্য করে । উপরন্তু, Tracking Data আমাদেরকে, আমাদের Business Develop করার জন্য কোন বিপণন কৌশলগুলি সবচেয়ে কার্যকর তা সনাক্ত করতে সহায়তা করে।
Tracking এবং Measure Result আমাদের Top priorityর মধ্যে একটি হওয়া উচিত। কারণ Invest-এর উপর আমাদের Return (ROI) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে |
Targeted audience বা Right People/ উদ্দিষ্ট গ্রাহক:
Online Business বা Digital Business-এর ক্ষেত্রে targeted Audience বা Right Peopole গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি।
বেশিরভাগ Business Authority তাদের বাজারকে Target করার জন্য Demography ব্যবহার করে। যদিও এটি একটি ভাল Starting Activity. এর সঙ্গে psychographics যুক্ত করা হলে,Business Model-এ একটি Attractive Sequence Add হয়,ফলে Consumer বা ভোক্তারা তাদের বিষয়গত পছন্দ এবং গুণাবলীর উপর ভিত্তি করে Product বা service Purchase করার সিদ্ধান্ত নিতে পারে।
আমরা কার্যকরভাবে আমাদের Products বা services-এ Demography ও psychography সঠিক ভাবে ব্যবহার করে,বাজারজাত করে, Tergeted Audience-এর কাছে পৌঁছে দিতে পারি । এখানে দুটি কারণ রয়েছে যা আমাদেরকে আমাদের Right Audience Segmentation-এ সহায়তা করে।
- Demography-র মধ্যে রয়েছে বয়স, জাতি, লিঙ্গ, পেশা, পরিবারের আকার, আয়, শিক্ষা, অবস্থান এবং ধর্ম।
- Psychography(মনস্তাত্ত্বিক)কারণগুলির মধ্যে রয়েছে ব্যক্তিত্ব, জীবনধারা, সামাজিক শ্রেণি, অভ্যাস, বিশ্বাস, আগ্রহ, আচরণ এবং মূল্যবোধ
High-Profit margin.লাভের পরিমান অবিশ্বাস্য
লভ্যাংশ অনেকটাই বেশি ।Online Business-এ লাভ অনেকটাই বেশি Offline Business-এর তুলনায়।
আমরা যদি আমাদের profit বা মুনাফা বৃদ্ধি করতে চাই, তবে অবশ্যই আমাদের Online Business বা Digital Business-ই করা উচিত।
একটি Online Business-এ আমরা খুব সহজে প্রচুর গ্রাহকদের কাছে পৌঁছাতে পারি, যে কোন জায়গায় এবং যে কোন সময় আমাদের ব্যবসা পরিচালনা করা সম্ভব ।এই Business Develop করার জন্য Business Helping Deta খুব সহজে এবং স্বল্প মূল্যে পাওয়া যায় Online বিভিন্ন Site-এ।ফলে লাভের পরিমান একজন Online Business man অনেকটাই পেয়ে থাকেন।
আমরা আমাদের Online Businessকে Develop করার জন্য বিভিন্ন Social Mediaর পাশাপাশি একটি website-এর সাহায্যও নিতে পারি। এতে আমাদের গ্রাহকরা কী ধরনের Product বা কি ধরনের Service চাইেছন এবং প্রাপ্ত Product ও Service সম্বন্ধে তাদের প্রতিক্রিয়া জানালে, তা আমরা দেখতে পাই এবং সমস্যা সমাধানে অধিক যত্নবান হতে পারি ।
Low Compitition/প্রতিযোগিতা অনেকটাই কম!!
Businessটি যেহেতু Online Bassed,সেহেতু অনেক মানুষ এখনও এই businessটা করতে ভয় পান।এছাড়াও এই Business develop করতে হলে কিছুটা হলেও Technical Knowledge প্রয়োজন।ফলে এই business করার প্রতি অনেকেই অনিহা দেখান,এজন্য Compitition অনেক কম।
আমার পরামর্শ Online Business বা Digital Business করুন, অনেক তাড়াতাড়ি সাফল্যের দরজায় পৌঁছে যাবেন।। যদি আপনি Online Business সম্পর্কে আপডেট থাকতে চান? জানতে চান কি কি ধরনের অনলাইন বিজনেস করা যায়? সেগুলোতে লাভ কেমন ?কি কি সুবিধা অসুবিধা আছে? জানতে হলে আমার youtube Channel, Learn Digittal Earn Money With Sanjay Biswasতে চোখ রাখুন। এবং You Tube চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন Online Business সংকক্রান্ত সমস্ত update সবার আগে পাবার জন্য। |