4 steps of upbeat SWOT theory . SWOT থিওরি Easily বদলে দিতে পারে আমাদের Business ও ব্যক্তিগত উন্নয়ন ।

 Online Business, Offline Business, Personal Carrier সব জায়গাতেই SWOT Theory প্রয়োগ করলে সাফল্য নিশ্চিত !!SWOT Theory is great for 2023. Apply it and enjoy your success.

SWOT theory: worldwide
SWOT theory: worldwide

 Nowadays SWOT Theory is so much more effective for the new Generation and the upcoming world. It’s not a gimmick. its fact. This theory or concept is another wonder of the world. So…

Why SWOT Theory is the best concept in the world in 2023? কেন SWOT Theory-ই সেরা ?

Grab This Golden opportunity
Grab This Golden opportunity

Table of Contents

ব্যবসা ও ব্যক্তিগত সফলতার জন্য SWOT analiysis:

শুধু বর্তমান সময় নয়, প্রাচীনকাল থেকে শুরু করে একেবারে আজ পর্যন্ত যে Profession বা পেশা সবার উপরে ছিল এবং এখনো আছে ,সেই পেশার নাম হলো business  বা ব্যবসা।

পৃথিবীর যদি পাঁচজন ধনী মানুষের নাম বলতে বলা হয় তাহলে সেই পাঁচজনই যে হবেন Businessman- এটা নিঃসন্দেহে বলা যায়।

  অর্থাৎ বিজনেসের এমন একটি Potential Power আছে, যেটা মানুষকে সবার আগে পৌঁছে দেয়। এটা যদি ঠিক হয়, তাহলে নিশ্চয়ই সেই বিজনেস সঠিকভাবে Development  বা Maintain  করার জন্য কোন নিয়ম-কানুনও আছে !! বিজনেসে কিভাবে সফল হওয়া যায়, সেটা আরো জানার জন্য এখানে ক্লিক করতে পারেন ।

 যেগুলো মেনে চললে Business বাড়ে।

আবার না-মানলে বিশাল Business ও তাসের ঘরের মতো ভেঙে পড়ে।এর উদাহরনও ভুরি ভুরি রয়েছে    ।

Economics-এর ভাষাতে সেগুলোকে বলা হয় তত্ত্ব বা Theory। যার উপরে দাঁড়িয়ে আছে business নামক স্তম্ভটি। আমাদের জীবনের সাফল্যও নির্ভরকরে এই রকম কোন না কোন Theory-র উপর।এমনকি এই SWOT Theory টি ও আমাদের জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সাফল্য নিশ্চিত ।

Apply this theory to your life
Apply this theory to your life

SWOT Theory কি,কেন এর এত গুরুত্ব ?

প্রাচীনকালে যেমন Business কে বাড়ানোর জন্য কিছু নিয়ম-কানুন বা Theory ছিল, তেমনি Modern business World-এ ও একটা বহুল প্রচলিত তত্ত্ব বা Theory আছে। যার মধ্যে অন্যতম হলো SWOT Theory বা SWOT Analysis Theory বা তত্ত্ব।

 SWOT Theory বা SWOT Analysis Theory ,সাধারণতঃ, কোন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান বা একজন ব্যবসায়ী মানসিকতার মানুষের ভবিষ্যতে আগত সমস্যার সমাধান সূত্র আগে থেকেই নির্দেশ করে দিতে পারে বা আগে থেকেই আমরা জেনে নিতে পারি ,ভবিয্যতে কি কি ধবনের সমস্যার সম্মুখীন হওযার সম্ভবনা আছে,এবং সেই বিপদ থেকে পরিত্রাণের পথ যদি আমরা আগে থেকেই প্রস্তুত রাখতে পারি,তাহলে তো কেল্লা ফতে !!

আপাতদৃষ্টিতে মনে হতে পারে এই তত্ত্ব বা theory-র মাধ্যমে শুধুমাত্র কোন বিজনেসের ভাল-মন্দ বা সুবিধা- অসুবিধা গুলি খুঁজে বের করা ও তার সমাধান সূত্র বাতলে দেওয়া।আদতে তা কিন্তু নয়1 এই তত্ত্ব বা theory-র কার্যকারিতা কিন্তু আরো সুদূরপ্রসারী, আরো গভীরে প্রোথিত ।সেটা বোঝা যাবে এই Theory বা  তত্ত্বটি বিশ্লেষণ করলে….

SWOT theory is the golden key to success
SWOT theory is the golden key to success

আত্মসমালোচনা (নিজের সম্বন্ধে জানুন ):

SWOT thory বিশ্লেষণ//Analisis of SWOT Theory.

 আমরা যদি “ SWOT শব্দটিকে বিশ্লেষণ করি, তাহলে দেখব- এই SWOT শব্দটি গঠিত হয়েছে ইংরেজি বর্ণমালার চারটি বর্ণের সংযুক্তিকরণের মাধ্যমে। মূলত চারটি ওয়ার্ডের প্রথম অক্ষরের সহযোগে ।

শব্দ চারটি হলো-S ,W ,O ,T

  S= Strengths বা শক্তি,

 W= Weakness বা দুর্বলতা,

 O= Opportunities বা সুযোগ,

 T=  Threats বা হুমকি/সাবধানতা /বাঁধা/প্রতিকূলতা ।

প্রথমেই বলেছি, একটি বিজনেসের সাফল্যের পিছনে একটি প্রতিষ্ঠান কাজ করতে পারে বা একজন ব্যক্তি বিশেষও সেই ভূমিকা পালন করতে পারে। সেজন্য এই Economics বা অর্থনীতির সূত্র, এই প্রতিষ্ঠান ও ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

সেই পরিপ্রেক্ষিতে আমরা এই SWOT  Theory-কে একেবারে ব্যক্তি পর্যায়েও ব্যবহার করতে পারব। এমনকি আমরা যদি এই শর্ট SWOT  Theory-কে ব্যবসা ছাড়াও আমাদের জীবনের যেকোন Field-এ সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে  আমরা অনেক সহজে বাধা সৃষ্টিকারী, নানা রকম প্রতিকূলতা থেকে নিজেদের

রক্ষা করে ,সহজে লক্ষ্যে পৌঁছে যেতে পারবো !

Application is a powerful method for success
Application is a powerful method for success

SWOT Theory ব্যবসা ,ব্যক্তিগত উন্নয়ন বা কর্ম- সংস্থানের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ !! সেটা আগে ভালো ভাবে বুঝুন,তারপর প্রয়োগ করুন।

চলুন SWOT থিওরিটা বিশ্লেষণ করা যাক !

 সবার প্রথমে আমাদের বিশ্লেষণ করতে হবে, কোন কোন বিষয় আমাদের জন্য Positive এবং কোন কোন বিষয় আমাদের ক্ষেত্রে Negative হয়ে সাফল্যের পথে বাধা বা প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে।

 প্রতিটি মানুষের বাহ্যিক বা শরীর বৃত্তিয় ইন্দ্রিয়  গুলোর হয়তো নাম এক বা দেখতেও হয়তো বা এক কিন্তু দোষ-ত্রুটি চিন্তা-ভাবনাতে কোনই মিল বা সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না সেই জন্য প্রতিটি মানুষ একে অপরের থেকে আলাদা সেই জন্য সবার মধ্যেই দেখা যায় বেশ কিছু ভালো গুণ বা দক্ষতা, পাশাপাশি দেখা যায় বেশ কিছু দোষ বা দুর্বলতা।

Analysis bring a new way
Analysis bring a new way

প্রথম পয়েন্ট হল Strength বা শক্তি।

  প্রত্যেকটি মানুষের বিশেষ কিছু গুণাবলী আছে ,যা তাকে সবার থেকে আলাদা করে ।এটাই তার Strength বা শক্তি।

 এখন আমাদের খুঁজে বার করতে হবে আমাদের কি কি এমন গুণ আছে বা আমি কোন বিষয়ে ভালো ,যেটা – আমাকে সবার থেকে আলাদা করে দেবে !

 হতে পারে,

 আমি বা আপনি হয়তো খুব ভালো লিখতে পারি, বা খুব ভালো গান গাইতে পারি , বা বিশেষ বাদ্যযন্ত্র বাজাতে পারি, অথবা ভালো ছবি আঁকতে পারি, বা খুব সুন্দর পড়াতে পারি ,বা খুব সহজে মানুষের সঙ্গে মিশতে পারি বা পারেন ।

আমরা যদি প্রতিটি মানুষকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি,তাহলে অবশ্যই প্রত্যেকটি মানুষের ভিতরে এমন কিছু বিষয় খুঁজে পাবো, যেগুলো তিনি খুবই দক্ষতার সঙ্গে করতে পারে বা করে থাকেন । সেই দক্ষতা তাকে আর পাঁচ জন মানুষের থেকে আলাদা করে ।

 শুধু তাই নয়, এটাও দেখা গেছে সেই কাজগুলো করতে, আমার বা আপনার খুবই ভালো লাগে । আমার বা আপনার প্রচন্ড ভালোলাগা সেই কাজগুলোই আমাদের Strength বা শক্তি ।

All pains are not bad! sometimes its sweet!
All pains are not bad! sometimes its sweet!

 এবার আসি দ্বিতীয় পয়েন্টে:

Weakness বা দুর্বলতা:

  কোন মানুষের পক্ষেই সম্ভবপর নয়, সব বিষয়ে দক্ষ হওয়া। দক্ষতার পাশাপাশি সবারই কোনো না কোনো বিষয়ে দুর্বলতা থাকবেই বা থাকে। সেই বিষয়গুলো আমাকে বা আপনাকে ভবিষ্যতে নানাভাবে বিব্রতকর  পরিস্থিতি বা বিড়ম্বনায় ফেলতে পারে।

 আমাকে বা আপনাকে এখনই খুঁজে বার করতে হবে সেই বিষয়গুলো, যেগুলো আমাকে বা আপনাকে যে কোনো সময় মানুষের সামনে লজ্জাকর পরিস্থিতিতে ফেলে দিতে পারে। যার কম বেশি ঘটনা আমার বা আপনার সামনে কখনো না কখনো নিশ্চয়-ই ঘটেছে !!

 ধরা যাক ,আমি বা আপনি হয়তো অনেক মানুষের সামনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কথা বলতে পারিনা বা কথা বলতে ইতস্তত বোধ হয়, বা ভালোভাবে কারো সাথে ইংরেজিতে কথা বলতে পারি না বা পারেন না। এগুলোই আমার বা আপনার Weakness বা দুর্বলতা।

 SWOT Analysis অনুযায়ী  Strength  বা Weakness  হল আমার বা আপনার ,বা বলা যেতে পারে, মানুষের অভ্যন্তরিন বা Internal বিষয়, যা আগে থেকেই আমার বা আপনার ভিতরে বিদ্যমান থাকে। অবস্থা ও পরিবেশ অনুযায়ী প্রকাশ ঘটে মাত্র।

এ বিষয়ে আলোকপাত করতে গিয়ে Susan Gala বলেন,”Sometimes you don’t realize your own strength.Until you come face to face with your greatest weakness”.

Its a true fact
Its a true fact

 এর অর্থ হল, এমন এক একটা সময় আসে ,যখন- আমাদের Strength ও weakness একেবারে সামনা সামনি বা মুখোমুখী হয়ে পড়ে। এবং এটা ঘটে  হঠাৎ-ই আমাদের কিছু বুঝে ওঠার আগেই !!

Only the right road map brings success or happy
Only the right road map brings success or happy

 অর্থাৎ আমাদের দুর্বলতা ,সব সময় যে, আমাদেরকে অন্যের সামনে অপ্রস্তুত বা লজ্জায় ফেলে ,তাই নয় ,কখনো কখনো নিজের সামনেও নিজেকে ছোট করে দেয়।

 তাই কেরিয়ার , নতুন বিজনেস বা নতুন কোন কাজে ঝাঁপিয়ে পড়ার আগে, নিজের  Weakness  ও Strength-এর তালিকা তৈরি করে নিতে হবে। না হলে পরবর্তীকালে, পদে পদে ,আমাদের বাধা পেতে হবে ।তখন সেই দুর্বলতা বা ভুল শোধরানোর হয়তো সময় নাও পাওয়া যেতে পারে !! অতএব…….

Shot out your merits and demerits and write down
Shot out your merits and demerits and write down

 

তৃতীয় পয়েন্ট হলো Opportunites বা সুযোগ :

 আমাদের প্রথম কাজ হবে, আমাদের Strength-এর তালিকা থেকে, যে কাজে আমি বা আপনি দক্ষ সেটি বাছাই করা। এবং সেই দক্ষতা পূর্ণ কাজের পরিপেক্ষিতে, আমরা কি কি ধরনের Opportunites বা সুযোগ পেতে পারি, তার একটা লিস্ট বা তালিকা তৈরি করতে হবে।

 যদি, আমার বা আপনার ভালো লেখার ক্ষমতা থাকে,  অর্থাৎ লেখক বা লেখিকা হই ,তাহলে আমাদের কেরিয়ার অপরচুনিটি হতে পারে-

     আমরা বই লিখতে পারি,

    ফ্রিল্যান্সিং বা ফাইবারে লেখক হতে পারি,

Create yourself : Discover another World
Create yourself : Discover another World

    ব্লগার হতে পারি,

   কোন ভালো পত্রিকার লেখক বা কলামিস্ট হতে পারি।

 অর্থাৎ উপরে বলা কাজগুলি হবে আমাদের কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রে অপরচুনিটি বা সুযোগ,

 যা সবার জন্য একই হবে না। তাই নিজের Strength গুলি জেনে বা খুঁজে নিয়ে ,নিজের ক্যারিয়ার- অপরচুনিটির একটা সুন্দর লিস্ট তৈরি করে নিতে হবে।এখন থাক, পরে লিস্ট বানানো যাবে, এই কথাটি যদি মাথায় আসে, সেটাকে আগে ঝেড়ে ফেলে, List বানাতে হবে সবার আগে।

Realize this theory carefully
Realize this theory carefully

 

পরের পয়েন্ট হল Threats বা হুমকি বা বাঁধা বা সাবধানতা:

 আমরা আগেই আমাদের Weakness বা দুর্বলতার একটি লিস্ট তৈরি করেছি। সেখানে ভালোভাবে খুঁজে দেখতে হবে ,কোন বিষয়গুলি আমাদের পছন্দকৃত কেরিয়ার-এর জন্য, বাধা হয়ে দাঁড়াতে পারে!!

 যেমন –

            মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করার স্বপ্ন দেখছি, আর- আমার ইংরেজিতে কথা বলতে সমস্যা     আছে, বা আমি ইংরেজিতে দুর্বল, তাহলে আর- আমার বা আপনার মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার স্বপ্ন পূরণ হবে না। তবু যদি, কোনভাবে ওই কোম্পানিতে যোগও দিয়ে ফেলি ,পরবর্তীকালে যে ভীষণ সমস্যার সম্মুখীন হব, সে কথা বলাই বাহুল্য।

 সেজন্য যদি ,আমরা আগে থেকেই আমাদের Weakness এবং বাধা সম্পর্কে অবগত থাকলে ,সেই অনুযায়ী নিজেকে যদি, প্রথম থেকেই প্রস্তুত করে রাখা যায়, তাহলে ভবিষ্যতে আর আমাদের কোন সমস্যায় পড়তে হবে না। বা ছোটখাটো সমস্যা আসলেও, সহজেই সেটা থেকে পরিত্রাণ বা নিস্তার পাওয়া যাবে।

Nothing is burden ,when you are crazy
Nothing is burden ,when you are crazy

পরামর্শের জন্য সঠিক মানুষ নির্বাচন করা খুবই জরুরী//Select right mentor

Opportunities ও Threats-এর বিষয়গুলি সম্পর্কে আগে থেকে পরিকল্পনা মাফিক সচেতন হলে, খুব সহজেই এই বিষয়গুলির তালিকা প্রস্তুত করা সম্ভব।কারন opportunites ও Threats হল একটা External বিষয়।

 এই তালিকা scientific way-তে তৈরি করতে পারলে, নিজের ভবিষ্যৎ কেরিয়ারের বাধাগুলো সুদৃঢ়ভাবে দূরীভূত করা সম্ভব। প্রয়োজনে কোন বিশেষজ্ঞ মানুষের সাহায্যও নেওয়া যেতে পারে।

এই বিষয়ে আরো জানতে আমার Facebook ,Facebook page,You tube channel-Learn Digital Earn Mony Sanjay Biswas Kolkata,Instagram,Twitter.Website ,Blogg linkdin কে follow করতে পারেন ।

 তবে এই সমস্ত বিষয়বস্তুর জন্য, যার-তার সঙ্গে আলোচনা না করাই ভালো ,এতে হিতে-বিপরীত হবে ।উপকার তো হবেই না, উল্টে বিষয়টি ভেস্তেও যেতে পারে !!

Right determination , right Destination
Right determination, right Destination

 আমাদের পছন্দের Business বা ক্যারিয়ারের জন্য Strength অনুযায়ী কাজ করতে পারলে, আমাদের বিজনেস কেরিয়ার বা অন্য কোন ক্যারিয়ার সুন্দর ও smooth হবে। এবং প্রফেশনাল ক্ষেত্রেও উত্তর উত্তর সমৃদ্ধ ঘটবে ।

আমরা আমাদের ব্যক্তিগত জীবনে SWOT Theory বা তত্ত্ব  ব্যবহার করে, নিজের জন্য উপযুক্ত ক্যারিয়ার বেছে নিতে পারি বা যে কোনো ক্যারিয়ারের জন্য নিজেকে উপযুক্ত করে গড়ে নিতে পারি ।সেজন্য বিষয়টি সবার প্রথমে খুব ভালো ভাবে বুঝে নিতে হবে।

Follow this : If you want to know more
Follow this : If you want to know more

Leave a Comment