Why Online Business is best for 2022? কেন Online Business খুব ভালো ?

আমাদের Entertenment Habits কে skill-এ Convert করে আমরা Online Businessকে অনায়াসে Smart Phone /Computer এবং Internet-এর সাহায্যে Earning Source-এ Develop করতে পারি।কিভাবে ?……সেটা জানতে চোখ বুলিয়ে নিন, নীচের Paragraphs -এ……….

Entertainment to Earning from Online Business !!

Smart phone এখন সবার হাতে। Computer বা Laptop নেই এরকম সংখ্যা ও বোধহয় খুব একটা নেই! বেড়ে গেছে Internet কিংবা Online এর ব্যবহার।

 আমরা অনেকটা সময় এখন কাটিয়ে ফেলি মোবাইলের সঙ্গে। কখনো Facebook, কখনো Whatsapp ,কখনো Youtube, কখনো বা Messengerএ।

 এই যে আমরা এতটা সময় অনলাইনে ব্যয় করছি বিনিময়ে কি পাচ্ছি ? কিছুটা এন্টারটেইনমেন্ট ছাড়া আর কিছুই নয়।

 আমরা এই অনলাইন প্লাটফর্মটাকে কাজে লাগাতে পারি Income সোর্স হিসেবে ।তাহলে রথ দেখা ও কলা বেচা দুটোই একসাথে হতে পারে।

 চলুন, কিভাবে সেটা করা যায়, কেনই বা Online Business বা Digital Business করা উচিত, তার সুলুক সন্ধান করা যাক।

Online Business//World Wide.Boundless.Global Activity.Location free.Level playing Field. Everybody must be an Online expert.
Online Business//World Wide

কেন Online Business ??

 বন্ধুরা, একটা সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে সারা পৃথিবীতে প্রায় 250 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। তার মধ্যে ভারতে প্রায় 32 কোটি। বাংলাদেশে 4 কোটি। এর মধ্যে 74 শতাংশ মানুষ প্রতিদিন গড়ে 38 মিনিট সময় কাটান অনলাইন বা ইন্টারনেটে।

 কখনো কি ভেবে দেখেছেন? এই বিপুল সংখ্যক মানুষকে কাজে লাগিয়ে, কত বড় Business হতে পারে!! সেটা আবার ঘরে বসে মোবাইল বা কম্পিউটার কে কাজে লাগিয়ে।

 আমরা একটা কথা সকলেই শুনেছি , সেটা হল, “টাকা উড়ে বেড়াচ্ছে”। আসলে ও তাই। Onlineএ টাকার বন্যা বইছে। শুধু শিখে নিতে হবে ধরার কৌশলটি।

Mentor//Helps to Other.Teachable.Passion
for Online Business/Digital Business.Required Learning and a positive mindset.
Mentor//Helps to Other

সাবধান হয়ে যান ,অসাধু trainer বা অসাধু সংস্থা থেকে

 না শিখে,না বুঝে, অনলাইন প্লাটফর্ম এ পা রাখলে শুধু সময়ই নষ্ট হবে। টাকা পয়সাও নষ্ট হবার সম্ভাবনা প্রবল। সেজন্য আগে ভালোভাবে শিখতে হবে Online Business বা Digital Business. ভালোভাবে অনলাইন বিজনেস শেখার জন্য প্রয়োজন একজন mentor . যিনি হাতে ধরে শেখাবেন, কিভাবে বিজনেস Develop করতে হয় ? কিভাবে Skill Develop করতে হয় ?

 বাজারে বহু মানুষ ও সংস্থা আছে, যারা মানুষকে Online Business বা Online Platform থেকে কিভাবে উপার্জন করা যায়, সেটা শিখিয়ে থাকেন। একটু খোঁজখবর নিলে আমাদের চারপাশে নিশ্চয়ই এরকম সংস্থা বা মানুষের খোঁজ মিলবে।

 তবে খুব সাবধান!! মানুষের সরলতার বা অজ্ঞতার সুযোগ নিয়ে একশ্রেণীর মিষ্টভাষী ,ভুয়ো মানুষ অনলাইন প্লাটফর্ম থেকে উপার্জনের প্রলোভন দেখিয়ে টাকা কামাচ্ছেন। তাদের আসল উদ্দেশ্য শেখানো নয়!! এটা-সেটা বুঝিয়ে, কিছু একটা বিক্রি করে টাকা ইনকাম করা।

 ফলে একজন মানুষ যে আশা নিয়ে অনলাইন প্লাটফর্মে পা রেখেছেন,বা পা রাখছেন ,সেটা তো পূরণ হচ্ছেই না বরং সেই মানুষটা একরাশ হতাশা ও ঘৃণা নিয়ে অনলাইন প্লাটফর্ম থেকে হারিয়ে যাচ্ছে। ফলে লাভের লাভ কিছুই হচ্ছে না।

We Shall Overcome. We must do it. Keep presence.No body can Resist the actual inner power. Power is God.
We Shall Overcome

ভাবুন , ভাবা প্রাক্টিস্ করুন !!Business Magic নয় !!

 সেজন্য আমি আপনাদের অনুরোধ করবো ,যারা Online দুনিয়াতে পা রাখতে চাইছেন ,Income করতে চাইছেন বা ক্যারিয়ার গড়তে চাইছেন। আবেগের বশে, কষ্টার্জিত টাকা পয়সার দেবার আগে বা কোন কিছু Purchase করার আগে হাজার বার ভাবুন। একবার টাকা-পয়সা খরচ হয়ে গেলে, তখন আর কিছুই করার থাকবে না।

 আগে ভালোভাবে জানুন, এই Business-এর খুটি -নাটি, কলা-কৌশল। দেখুন আপনি পারবেন কিনা? বা আপনার ভালো লাগছে কিনা? যদি ভালো লাগে, তাহলে মন দিয়ে আগে শিখুন।তারপর শুরু করুন ।আপনি সাফল্য পাবেনই। মনে রাখবেন, এটা একটা Business, খেলা নয়!!

 মনে রাখবেন, Online Business কোন  magic Platform নয়। যে, আজকে শুরু করলেন, আর কালকে থেকে Income শুরু হয়ে গেল। এমনটা নাও হতে পারে!!

 এখানে শেখার জন্য সময় দিতে হবে ।মন দিয়ে শিখতে হবে এবং Apply করতে হবে। তাহলে সাফল্য আসবেই ।

 অন্যের Income বা Glamour দেখে, লোভে পড়ে, এই দুনিয়াতে আসবেন না। ভালোবেসে Businessটা শিখুন ও করুন ।এই businessএর Future সত্যিই অত্যন্ত উজ্জ্বল। Online Business ও Online Earning সম্পর্কে আরো জানতে এই ওয়েবসাইটে চোখ রাখুন। এবং আমার youtube চ্যানেল Learn Digital Earn Money চ্যানেলে চোখ রাখতে পারেন ।

যদি আমার website-এর articals আপনার ভালো লাগে,এবং এই বিষয়ে আরো জানতে চান ,তাহলে অবশ্যই চোখ রাখুন,আমার Youtube Channel ,Learn Digital Earn Moneyতে।ভালো লাগলে অবশ্যই Channelটিতে Like,comments ও Share করবেন।নতুন Videoর notification পেতে channel টি অতি অবশ্যই subscribe করে রাখবেন।

Visit My Youtube Channel//Learn Digital Earn Money With Sanjay Biswas.

Leave a Comment