একলা

মৃত্যুর স্বপ্ন ও একলা আমরা

রাতদিন এক করেও যখন জীবনের অনেক সমস্যা দূর করা সম্ভব হয় না, তখনই হতাশা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরতে শুরু করে ।মানুষ হয়ে পড়ে দিশাহীন ।জীবনে বেঁচে থাকার মানে হয়ে ওঠে অর্থহীন ।তখন একবার হলেও মনের কোণে উঁকি দেয় মৃত্যুচিন্তা ।মরে গেলেই বোধহয় সব সমস্যার সমাধান । ঘৃণা জাগে নিজের প্রতি ।

 কেন এমন হয় ? এমন তো হবার কথা নয় ! তবু এরকমই হয় বা ঘটে থাকে মানুষের জীবনে।
একলা // Loneliness
একলা // Loneliness

তখন ভীষণ চেনা মানুষগুলো কেমন যেন অচেনা মনে হয় । চেনা মানুষের আচরণ কেমন যেন পাল্টে পাল্টে যায় প্রতিদিন। যে মানুষজনকে বিপদের সময় ভরসা হিসাবে পাশে পাবার কথা, সে ও যেন অদৃশ্য কোনো নিয়মে ভরসা যোগাতে ভুলে যায় । পরিবর্তে কেমন যেন গা ছাড়া ভাব। আচরণে কেমন যেন পরের মতো ছায়া। তখন সেই মানুষটার মনে হয়, কেন ? কি জন্য ? বা বেঁচে থেকে কি লাভ !! ভাবতে ভাবতে দুচোখ জুড়ে কখন যে ঘুম এসে ভুলিয়ে দেয় সব জ্বালা, সব যন্ত্রণা ।স্বপ্নে ভেসে ওঠে ফেলে আসা জীবনের নানা মুহূর্ত ,নানা অভিঘাত । নানা মানুষের নানা মত , নানা পরামর্শ ।

হঠাৎ আবছা ছায়ার মতো একটা মানুষ কখন যেন এসে বসে মাথার পাশে—,পরমস্নেহে হাত রাখে কপালে ।হাত বুলিয়ে দিতে থাকে সারা শরীরে । শরীরের সমস্ত যন্ত্রণা, মনের চাপা কষ্ট যেন এক নিমেষে উধাও ।পরম শান্তিতে যেন ভরে যাচ্ছে সারা মন-প্রাণ।বেঁচে থাকার ইচ্ছা টা আবার যেন সংক্রামিত হচ্ছে শিরা-উপশিরাতে । সে যেন বোঝাতে চাইছে, নিজেকে ভালোবাসো , নিজের জন্য বাঁচো, ঘুরে দাঁড়াও—এগিয়ে চলো নতুন পথে, নতুন উদ্যমে । তোমার জয় হবেই। তুমি একদিন ঠিকই জিতবে।

বাঁচার ইচ্ছেটা যেন, মরে গিয়েও আবার বেঁচে ওঠে। তেরি নাম জীবন। এরই নাম আশা !!

problem//Depression//Loneliness
problem//Depression//Loneliness

তুমি যখন সাফল্য পাবে,তখন দেখবে–পর হওয়া মানুষগুলো, কেমন যেন বদলে আবার আপনজন হয়ে ওঠার চেষ্টা করছে । তখন ওদের যেন ভুল বুঝে দূরে সরিয়ে দিয়ো না। ওরা আপন ই ছিল এবং আছে ও। শুধুমাত্র সময় একটা ছায়াতে ওদের কে আবৃত করে রেখেছিল ।

জীবনে কখনো কখনো এরকম হয় । এমন সময় আসে যখন সকলে থাকলেও একলা চলতে হয় ।পাশে দাঁড়িয়ে হাত ধরার মতো কেউ থাকে না । কেউ থাকে না বলা ভুল, কেউ না কেউ তো থাকেই । না হলে পৃথিবী ঘুরছে কেন !! গাছ জন্মাচ্ছে কেন !! ঠিক সময়ে ঋতু বদলাচ্ছে কেন !! ফুল বা ফল ই বা সঠিক সময়ে গাছে ফলছে কেন !! কেউ তো আছেই—যে সবার আপন । সবার প্রিয়

Gods And Power
Gods And Power

এই ধরনের আরো আর্টিকেল পড়ার জন্য এখানে ক্লিক করুন অথবা চোখ রাখুন আমার ফেসবুক পেজ ও আমার ইউটিউব চ্যানেল এ ।

Leave a Comment